দরিয়া দিল সালমান !
বলিউডের সালমান খানকে সবাই ভাই হিসেবেই জানে তার দরিয়া দিল এর জন্য।তার আরেকবার প্রমান পাওয়া গেল ভাইএর সদ্য শুটিং শুরু হওউয়া টাইগার জিন্দা হ্যাঁয় ছবির শুটিং এর সময়।
এই ছবির শুটিং চলাকালীন ভাইর হিরোইন ক্যাটরিনা কাইফ তার laptop নিয়া পরেন এক মহা বিপদে । কারন নায়িকার laptop একটু পর পর off হয়ে যাচ্ছিল । বেচারী ক্যাটরিনা তো তার data নিয়া ভীষণ চিন্তায় পরে গেছিলেন। অবশেষে ভাই এসে উদ্দার করেন হেরোইনকে ।
(ভিডিওটি দেখতে উপরে ক্লিক করুন)
সেটে এসে সালমান খান যখন জানতে পারলেন যে নায়িকা তার ল্যাপটপ নিয়া জটিল বিরম্বনার মধ্যে আছে সালমান খান একটি নতুন ল্যাপটপ কাত্রিনাকে উপহার হিসেবে পাঠান ।
No comments