একেই বলে ফ্যানদের ভালোবাসা
বলিউডের খানদের স্টারডাম
সেই ২ যুগের বেশি সময় ধরে ।এখনও পর্যন্ত তাদের ধারে কেও ভিড়তে পারে
নাই।কিন্তু ৩ খানের মাঝে সালমান খানকে যে ফ্যানরা একটু পছন্দ করে তার
প্রমাণ আবারো মিলল এবারের ZEE Cine
Award এর অনুষ্ঠানে ।
যদিও আমির খানের দাঙ্গাল
উপার্জনের দিক থেকে সাল্ মান খানের সুলতান কে টপকে গেলেও দর্শকের মনে সাল্ মান খানই
সেরা তাই দেখা গেল বিচারকদের রায়ে সেরা ছবি দাঙ্গাল ও সেরা অভিনেতা আমির খান হলেও
দর্শকের বিচারে সেরা সিনেমা সুলতান এবং সেরা অভিনেতা সালমানই ।এখান থেকেই বুঝা যায়
দর্শকের কাছে সালমান খানের গ্রহন যোগ্যতা বাকি খানদের চেয়ে কত বেশি।
(ভিডিওটি দেখতে উপরে ক্লিক করুন)
(ভিডিওটি দেখতে উপরে ক্লিক করুন)
No comments