They Are Back !! Gorgeousness at it Best
উপরের ছবিটা দেখে চমকে যাবেন না। যদিও চমকে যাওয়ার মতই ছবিটা। ছবিটা দেখে সবাই ভাবনেম যে সালমান খান এবং ক্যাটরিনা কি আবার প্রেমে মজেছে ? আর এই খবরে আর একটু ঘি ঢেলে দিয়েছেন সালমান খানের বোন অরপিতা খান শর্মা । তিনি ছবিটা টুইটার এ শেয়ার করে লিখেছেন They Are Back !! Gorgeousness at it Best
খবরটি টুইটারে পোস্ট হউয়ার পর থেকেই সাল মান ভক্তদের মধ্যে দারুন পতিক্রিয়া পাউয়া যায় । কমেন্ট এর পর কমেন্ট পরতে থাকে। যদিও সালমান খান ছবিটা দিয়েছিলেন তার পরবর্তী ছবি টাইগার জিন্দা হ্যাঁয় ছবির শুটিং থেকে ।কিন্তু তাদের রসায়ন দেখে মনে হচ্ছে পুরনো প্রেম টা মনে হ্য় জেগে উঠেছে । যদিও এই খবরের কোন সত্যতা এখন পর্যন্ত খুজে পাওয়া যায় নাই। তার পর এই খবরের সত্ততা জানার জন্য সবাইকে অপেক্ষা করতে হবে টাইগার জিন্দা
হ্যাঁয় সিনেমার শুটিং শেষ হউয়া পর্যন্ত।
No comments